৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ ৩০ জুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশের সরকারি কর্মপ্রত্যাশী হাজারো তরুণের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বহুল আলোচিত ৪৪তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির পূর্বঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ৩০ জুন, ২০২৫ তারিখে এই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে। এই ফল ঘোষণাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উত্তেজনা।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৪তম বিসিএসের ফল প্রকাশের কাজটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কমিশনের চেয়ারম্যানের সরাসরি তত্ত্বাবধানে ফলাফল প্রক্রিয়াকরণের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত দিনেই পিএসসির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে, যা দেশের তরুণদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই দীর্ঘ যাত্রার সূচনা হয়। এতে বিভিন্ন ক্যাডারে মোট ১,৭১০ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০, পররাষ্ট্রে ১০, আনসারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১ এবং শিক্ষা ক্যাডারে সর্বোচ্চ ৭৭৬ জনসহ অন্যান্য ক্যাডারে নিয়োগের কথা রয়েছে। এই বিসিএসে আবেদন করেছিলেন প্রায় সাড়ে তিন লক্ষ চাকরিপ্রার্থী।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১,৭৩২ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। গত ১৭ জুন, ২০২৫ এর মধ্যে মৌখিক পরীক্ষা সম্পন্ন করার পর থেকেই চূড়ান্ত ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রার্থীরা।

সম্প্রতি এই বিসিএসে প্রায় ৪০০ পদ বৃদ্ধি করার একটি প্রস্তাবনা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছিল। শিক্ষা, কর ও মৎস্য ক্যাডারে এই পদগুলো বাড়ানোর কথা থাকলেওล่าสุด তথ্য অনুযায়ী, সেই প্রস্তাবটি অনুমোদিত হয়নি। ফলে, বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১,৭১০টি পদেই চূড়ান্ত সুপারিশ করা হবে বলে জানিয়েছে পিএসসির একটি নির্ভরযোগ্য সূত্র। পদসংখ্যা বৃদ্ধি না পাওয়ায় অনেক প্রার্থী হতাশা প্রকাশ করলেও, এই পদগুলো নতুন বিসিএসের সাথে যুক্ত করা হবে বলে জানা গেছে।

যেভাবে জানা যাবে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ২০২৫

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর প্রার্থীরা খুব সহজেই তাদের ফলাফল জানতে পারবেন। নিচে ফলাফল দেখার পদ্ধতিগুলো উল্লেখ করা হলো:

  • পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট: ফলাফল প্রকাশের জন্য প্রার্থীদের প্রথম এবং সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হলো পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd)। ফল প্রকাশের সাথে সাথেই ওয়েবসাইটে একটি পিডিএফ ফাইল আপলোড করা হবে। প্রার্থীরা এই ফাইলটি ডাউনলোড করে নিজেদের রেজিস্ট্রেশন নম্বর খুঁজে ফলাফল জানতে পারবেন।
  • টেলিটক মোবাইল এসএমএস: অনেক সময় পিএসসি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানিয়ে থাকে। সেক্ষেত্রে টেলিটক মোবাইল থেকে PSC <Space> 44 <Space> Registration Number লিখে 16222 নম্বরে পাঠাতে হতে পারে। তবে, এই সংক্রান্ত সুনির্দিষ্ট নির্দেশনা ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হবে।
  • সংবাদমাধ্যম: দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর অনলাইন পোর্টালেও ফল প্রকাশের সাথে সাথে বিস্তারিত আপডেট ও ফলাফল পাওয়া যাবে।

পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো প্রকার তদবির বা অনৈতিক পন্থা অবলম্বনের প্রমাণ পাওয়া গেলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। তাই সকল প্রার্থীকে oficial ওয়েবসাইটের নির্দেশনার ওপর নির্ভর করার জন্য অনুরোধ করা হয়েছে।

এই ফলাফলের মাধ্যমে দেশের সরকারি প্রশাসনে যুক্ত হবে একদল নতুন কর্মকর্তা, যারা দেশ ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করবেন। সকল পরীক্ষার্থীর জন্য রইলো শুভকামনা।